Connect with us

দেশজুড়ে

ভারতীয় সীমান্তে বাঘের থাবা; আহত ৪

Published

on

DSC0311999জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা:  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিমান্তবর্তী এলাকায় বুধবার সকালে বাঘের আক্রমণে ৪ জন ভারতীয় নাগরিক আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন, রফিকুল ইসলাম (৪৫), এনতাজ আলী (৪০), আজিজার রহমান (৫০), উকিল আলী (৩২)। তাদেরকে চিকিৎসার জন্য তাৎক্ষনিক শিলিগুড়ী মেডিকেলে পাঠানো হয়। জানা গেছে, তারা শিতলখুচী থানার গাছতলা সীমান্ত এলাকার বাসিন্দা। আজ সকাল ৮টা ২০ মিনিটে বন থেকে আসা ২টি নেকড়ে বাঘ শিতলখুচী থানার নগর সিংগীমারী সীমান্ত গাছতলা বিএসএফ ক্যাম্পের কাছে ৮৯৫নং মেইন সীমান্ত পিলার সন্নিকটে ৯৮নং সাব পিলার সিমান্তে এ ঘটনা ঘটে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিজিপি ক্যাম্প সীমান্ত এলাকার বাংলাদেশ ও ভারত দু’দেশের লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ আতঙ্কে দু’দেশের সীমান্তবাসী ঘরবাড়ী ছাড়া হয়েছে। ইতোমধ্যে ভারতীয় বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ব্যাপারে সিংগীমারী বিজিপি ক্যাম্পের হাবিলদার বন্দে আলী জানান, ঘটনাটি ভারতে হলেও আমরা সীমান্তে সর্তকতা করে দিয়ে টহল জোড়দার করেছি। এ খবর লেখা সময় পর্যন্তÍ বাঘ ২টিকে আটক করতে পারেনি বিএসএফ বলে জানা গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *