Connect with us

দেশজুড়ে

অধুনালুপ্ত ছিটমহলের রেকর্ড ও জরিপ তথ্য ভূমি রেকর্ড অধিদপ্তরের নিকট হস্তান্তর

Published

on

Lalmonirhat-p-2রমজান আলী, পাটগ্রাম: লালমনিরহাট জেলার অধূনালুপ্ত ছিটমহলের নাগরিকদের ভূমি রেকর্ড ও জরিপ হালনাগাদ তথ্য ভূমি রেকর্ড অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম শহীদ আফজাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কলমী নকশা ও মালিকানার হালনাগাদ তথ্যের ফাইল ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন ভূমি মন্ত্রনালয়ের সচিব মেছবাহ উল আলম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অধুনালুপ্ত ছিটমহল সমূহের কলমী নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য ভুমি রেকর্ড ও জরিপের বিষয়ে কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না। ছিটমহলের জমি মালিকানা অনুযায়ী ছিটমহল বাসীর মধ্যে সুষ্ঠু ভাবে বন্ঠন করে দেওয়া হবে।  তিনি দুর্নীতি মুক্ত ভূমি রেকর্ড ও জরিপ সরকারের সফলতা উলে­খ করে এ কাজে সহযোগিতা করার জন্য ছিটমহলবাসী , উপজেলা প্রশাসন ও সংবাদ কর্মীদের ধন্যবাদ জানান’

ভূমি মালিকানার তথ্য সংগ্রহের জন্য লালমনিরহাট সদর উপজেলায় ১টি, হাতীবান্ধা উপজেলায় ১টি ও পাটগ্রাম উপজেলায় ৫টি টীম গঠন করার মাধ্যমে প্রতিটি টীমে উপজেলা ভূমি অফিসের কানুনগো, উপজেলার জুনিয়র পরিসংখ্যান সহকারি, সংশ্লিষ্ট থানার ১জন এএসআই ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ জরিপ কাজে অংশগ্রহন করেন। লালমনিরহাট জেলার অধূনালুপ্ত ছিটমহলের মোট ভূমির পরিমান ৩,২৩৮,৭২ একর। মোট দাগ সংখ্যা ১২,৪৯৪টি বলে জানা যায়।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, ভূমি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রফিউল আলম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন, ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব রফিকুল ইসলাম, রংপুর সেটেলমেন্ট জোনাল অফিসার আব্দুল মান্নান, সহ-কারি পুলিশ সুপার আব্দুর রহিম, অনুষ্ঠাটি সার্বিক পরিচালনা করেন, পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরকুতুবুল আলম প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *