Connect with us

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে নিহতদের নয় জনই জার্মান নাগরিক

Published

on

istanbul_bomb_640x360__nocredit

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সরকার বলছে ইস্তাম্বুলের কেন্দ্রে মঙ্গলবারের বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা। নিহত ১০ জনের নয়জনই জার্মান পর্যটক। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভোতোলু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকে টেলিফোন করে সমবেদনা জানিয়েছেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুরস্কে জার্মান পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। কোনও ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।
শহরের ঐতিহাসিক সুলতানআমেত চত্বরে স্থানীয় সময় সকাল দশটার এই হামলা হয়। জায়গাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নরওয়ের একজন পর্যটক জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তুরস্কের সরকার বলছে হামলাকারী ছিল একজন সিরিয় নাগরিক। খুব সম্প্রতি সে সিরিয়া থেকে তুরস্কে ঢুকেছিলো।
তুরস্কের প্রধানমন্ত্রী দাবি করেছেন, হামলাকারী ইসলামিক স্টেট বা দায়েশের সদস্য। তবে ইসলামিক স্টেটের পক্ষ থেকে এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করা হয়নি। ইস্তাম্বুল থেকে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানাচ্ছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইস্তাম্বুলে একটি কট্টর বামপন্থি দল বিচ্ছিন্ন হামলা চালিয়েছে।
তবে হালে কুর্দি বিচ্ছিন্নতাবাদী পিকেকে’র সাথে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে পড়ার পর সৈন্যদের সাথে বিদ্রোহী গেরিলাদের লড়াই শুরু হয়েছে। তবে সেই লড়াই হচ্ছে তুরস্কের দক্ষিণ-পূর্বে। তুরস্কের ভেতর সাম্প্রতিক সময়ে কিছু বোমা হামলার জন্য ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকেও সরকারের পক্ষ থেকে দায়ী করা হয়েছে। গত অক্টোবরে রাজধানী আঙ্কারায় দুটো আত্মঘাতী বোমা হামলায় একশরও বেশি লোক মারা যায়। বিবিসি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *