Connect with us

দেশজুড়ে

পরকীয়ায় গোপনে বিয়ে; দু’বউয়ের চাপ সইতে না পেরে আত্মহত্যা চেষ্টা

Published

on

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি’র ঈশানগাতি গ্রামে চাচীর সাথে ভাতিজার প্রেমজ সম্পর্ককে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার ঈশানগাতি গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে ও কাশিপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ সাদিয়ার রহমানের বখাটে ছেলে শেখ আজিজুর রহমান (২৫) এর সাথে একই গ্রামের সৌদি প্রবাসী আমল শেখের স্ত্রী মনিরা বেগম (৩৫) এর মধ্যে দীর্ঘ তিন বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর জের ধরে বিগত ২০১৩ সালের শেষ দিকে লম্পট আজিজুর তার চাচী দু’সন্তানের জননী মনিরা বেগমকে গোপনে বিয়ে করে। চাচীকে বিয়ের ঘটনাটি এলাকায় ফাঁস হয়ে পড়লে সামাজিক ভাবে শালিস বৈঠক হলেও ঘটনার কোন সুরাহা হয়নি। ভাতিজা আজিজুর ও চাচী মনিরার প্রেমের সম্পর্ক কিছু দিন থেমে থাকলেও পুনরায় তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজিজুরের প্রেমের সম্পর্ক তার অভিভাবকরা মেনে না নেওয়ায় গোপনে তার অভিভাবকরা গত ৯ জানুয়ারি আজিজুরকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামের রফিক শেখের মেয়ে সোনিয়া খানমের সাথে বিয়ে দেন। ভাতিজা আজিজুর বিয়ে করেছে এ খবর চাউর হয়ে পড়লে গতকাল মঙ্গলবার সকালে চাচী মনিরা আজিজুরের বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে ওঠে পড়ে। এ সময় উভয়ের মধ্যে ঝগড়া ঝাটির ঘটনা ঘটে। দিশেহারা হয়ে চেয়ারম্যান পূত্র লম্পট আজিজুর নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আতœহত্যার চেষ্টা করে। মুর্মূর্ষ অবস্থায় এলাকাবাসী প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে এবং অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলের আতœহত্যার খবর পেয়ে সাবেক চেয়ারম্যান শেখ সাদিয়ার রহমান তাকে দেখতে লোহাগড়া হাসপাতালে আসেন এবং বাড়ি ফেরার পথে নড়াইল-কালনা সড়কের ব্র্যাক অফিসের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হন। তাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, সাবেক চেয়ারম্যান শেখ সাদিয়ার রহমানের নিকটতম আতœীয় স্বজনরা সৃষ্ট ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিক মহলে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *