Connect with us

আন্তর্জাতিক

সৌদিতে মৃত্যুদন্ড কার্যকর : গভীর হতাশা জাতিসংঘ মহাসচিবের

Published

on

Saudi executions the deep frustration ofআন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একজন প্রখ্যাত শিয়া নেতাসহ ৪৭ জনের মৃত্যুদন্ড কার্যকরের ঘটনায় ‘গভীর হতাশা’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদন্ড কার্যকর করার প্রতিবাদে ইরানে সহিংস বিক্ষোভ হয়েছে। সৌদি আরবে ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভের পিছনে নিমরের অনেক ভূমিকা ছিল। তিনি ধর্মতত্ত্ব পড়তে এক দশকেরও বেশি সময় ইরানে ছিলেন। তার মৃত্যুদন্ড কার্যকর করার প্রতিবাদে আজ রোববার ভোরে তেহরানে সৌদি দূতাবাসে হামলা করে বিক্ষোভকারীরা। বিক্ষুব্ধরা একপর্যায়ে ওই দূতাবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং ভেতরে ঢুকে পড়ে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

সৌদি আরবের তেল সমৃদ্ধ ইস্টার্ন প্রদেশের কমপক্ষে একটি নগরীতে বিক্ষোভ হয়েছে। এছাড়া ইরাক ও বাহরাইনেও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধরা। গতকাল শনিবার ৪৭ জনের মৃত্যুদন্ড কার্যকর করে সৌদি আরব। ৪৭ জনের মধ্যে একজন শাদ ও একজন মিসরের নাগরিক। বাকিরা সৌদি নাগরিক। এদের মধ্যে ৫৬ বছর বয়সী নিমরও আছেন।

বানের মুখপাত্র বলেন, সৌদি আরবে ৪৭ জনের মৃত্যুদন্ড কার্যকরের ঘটনায় ‘গভীর হতাশা’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। তেহরানে সৌদি দূতাবাসের বাইরে সহিংসতার নিন্দা জানিয়ে তিনি ‘শান্ত ও ধৈর্য্য ধারণ’ এবং সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে সকল আঞ্চলিক নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন।

বানের মুখপাত্র বলেন, শেখ আল-নিমর ও অন্যান্য কয়েদিদের বিচারের প্রেক্ষিতে মৃত্যুদন্ড কার্যকরের ঘটনার পর তাদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রকৃতি ও গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *