Connect with us

বিবিধ

ঘড়ির ঘোড়দৌড়েও লড়াই গুগলের

Published

on


অন্যান্য ডেস্ক:
ল্যাপটপ ও ডেস্কটপ বা অত্যাধুনিক প্রযুক্তির মোবাইলের পর এবার হাতঘড়ি। অ্যাপেল, স্যামসাং, এলজির পর বাজারে স্মার্ট হাতঘড়ি আনতে চলেছে গুগুল। ৯ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক বাজারে আসছে গুগলের এই হাতঘড়ি। গুগলের তৈরি এই হাতঘড়িটির ব্রান্ডনেম হল ‘মোটো ৩৬০’। অত্যাধুনিক এই হাতঘড়িটিতে অ্যানড্রয়েডের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে সংস্থাটি তাদের তৈরি স্মার্ট হাতঘড়ির মডেল প্রকাশ করল। তবে শুধু গুগল নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য বড়সড় ইলেট্রনিক্স ডিভাইস তৈরি সংস্থাগুলি এই দৌড়ে রয়েছে? শোনা যাচ্ছে, মাইক্রোসফট, এইচটিসি, অ্যাসাসসহ বেশ কয়েকটি সংস্থা তাদের তৈরি স্মার্টফোন বাজারে আনতে চলেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *