Connecting You with the Truth

অসুস্থ হলেই গুনতে হবে বাড়তি কর

অসুস্থ হলেই এবার গুনতে হবে বাড়তি কর

বিচিত্র ডেস্ক : ইটালির দক্ষিণাঞ্চলীয় গ্রাম সেলিয়ায় অসুস্থ হওয়াকে নিষিদ্ধ ঘোষণা করে কার্যত ডিক্রি জারি করেলেন গ্রামের মেয়র। গ্রামের কোনও বাসিন্দা সময়মত ডাক্তারের কাছে না গিয়ে অসুস্থ হলে তাকে বাড়তি কর দিতে হবে। আর নিয়মিত স্বাস্থ্যসচেতন থাকলে এবং সুস্থ থাকলে তাকে কর সুবিধা দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের সুস্থতা এবং সেই সঙ্গে গ্রামের জনসংখ্যা হ্রাস থামানো। এক সঙ্গে দুটো লক্ষ্য অর্জনে জন্যই সেলিয়ার মেয়র ডাভিড জিক্কিনেলা অভিনব এই নির্দেশ জারি করেছেন। মেয়র জিক্কিনেলা পেশায় একজন চিকিৎসক। তিনি বলেন, “যারা রোগ প্রতিষেধক ব্যবস্থা না নিয়ে নিজের স্বাস্থ্য তথা আমাদের পুরো গ্রামকে বিপদগ্রস্ত করবে, তাদের বাড়তি কর গুনতে হবে।” শুধু নির্দেশিকা জারি নয়, গ্রাম পরিষদের ওয়েবসাইটে মেয়রের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, গ্রামের মধ্যে রোগগ্রস্থ হওয়া “নিষিদ্ধ”।

সেলিয়ায় ১৯৫১ সালে জনসংখ্যা ছিল ১৪০০। তা কমতে কমতে এখন দাঁড়িয়েছে ৫০০-তে। যাদের মধ্যে ৬০ শতাংশই পেনশনভোগী। মেয়র জিক্কিনেলা এই বিষয়ে জানিয়েছেন, গ্রামের লোকসংখ্যা আরও কমুক, তিনি তা কোনোমতেই চান না। সবধরনের স্বাস্থ্য সুবিধার ব্যবস্থা করেছেন তিনি। তিনি শুধু চাইছেন মানুষ যেন সেগুলোর সুযোগ নেয়।

অন্যদিকে, সুস্থতার জন্য তার এই শক্ত পদক্ষেপ কাজে লাগছে বলে মনে হয়। গত এক মাসে একশর মত লোক স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন। লেখাপড়া এবং কাজের জন্য তরুণ যুবকদের বাড়ি ছাড়ার প্রবণতার জেরে ইটালির গ্রাম এবং ছোট ছোট শহরে জনসংখ্যা কমে যাওয়া নিয়ে স্থানীয় রাজনীতিকরা অনেকদিন ধরেই চিন্তিত। মানুষজন যাতে শহর না ছাড়ে, সে জন্য সিসিলির গাঙ্গি নামক একটি শহরে পরিত্যক্ত বাড়িগুলিকে বিনা পয়সায় দিয়ে দেওয়া হচ্ছে। যাতে মানুষ ভিনদেশে না, তাঁদের দেশেই থাকেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...