আলফাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়,দিন ব্যাপী ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, দিন ব্যাপী ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা গতকাল বুধবার বুড়াইচ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শি∂া অফিসার এম,এইচ,একে,এম রওনক আরা বেগম। গত ২ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে ২৪টি ইভেন্টে বালক ও ২৪টি ইভেন্টে বালিকা অংশ গ্রহন করে। গতকাল বুধবার প্রতি ইভেন্টের বিজয়ীরা উপজেলা পর্যায় এর এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। অনুষ্ঠান শেষে প্রধান আতিথি বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন সহ-কারী শি∂া অফিসার মুন্সি রুহুল আসলাম ও লাবনী রায়, সাংবাদিক মোঃ মোরাদ হোসেন তালকদার ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন পাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শি∂ক মোঃ আজিজুর রহমান। উলে≠খ্য প্রতি ইভেন্টের বিজয়ীরা আগামী ২৮ ও ২৯ র্ফেরুয়ারী জেলা পর্যায়ে অংম গ্রহন করবে।