আসছে মৌসুমীর ভালোবাসবোই তো
বিনোদন ডেস্ক : অনেক স্বপ্ন নিয়ে ছবিটির কাজ শুরু করছিলেন প্রয়াত চিত্র নির্মাতা বেলাল আহমেদ। কিন্তু হঠাৎ করেই মৃত্যু তাকে থামিয়ে দিয়েছিলো। তবে থেমে থাকেনি তার স্বপ্ন।
দর্শকনন্দিনী নায়িকা মৌসুমী সেই ছবির হাল ধরেছিলেন। অসমাপ্ত ছবিটির কাজ শেষ করেন তিনি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আগামী ১১ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ‘ভালোবাসবোই তো’ নামের ছবিটি।
গুণী নির্মাতা বেলাল আহমেদের শেষ ছবি ‘ভালোবাসবোই তো’। কিন্তু ছবিটির ৪০ ভাগ কাজ বাকি থাকতেই তিনি মারা যান। এরপর চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর সহযোগিতায় ছবিটির নির্মাণ কাজ শেষ করার দায়িত্ব নেন মৌসুমী।
এর আগে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নেগার’ শিরেনামে দুটি ছবি পরিচালনা করেছেন তিনি।
বেলাল আহমেদের কাহিনী, চিত্রনাট্যও সংলাপ নিয়ে নির্মিত ‘ভালোবাসবোই তো’ ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী ও নিলয়।
গল্পে দেখা যাবে একজন মধ্যবয়স্ক নারীর সাথে কম বয়সী যুবকের অসম প্রেম। এখানে মৌসুমীর হিরো হয়ে কাজ করবেন সুপারহিরো খ্যাত নিলয়।