Connecting You with the Truth

ঐশ্বর্যাকে ভালবেসে চিত্রনাট্যে বদল চেয়েছিলেন সলমন!

aishwarya-and-sallu

বিনোদন ডেস্ক: ১৯৯৯ সাল। সে সময় রিয়েল লাইফে ঐশ্বর্যা রাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। আর সে কারণেই রিল লাইফেও নাকি ছবির চিত্রনাট্যে বদল চেয়েছিলেন সলমন খান!
১৭ বছর আগে মুক্তি পেয়েছিল ‘হম দিল দে চুকে সনম’। ওই ছবিতে ঐশ্বর্যা-সলমনের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। পরিচালক সূর্য বরজাতিয়ার নির্দেশে ছবির ক্লাইম্যাক্সে অজয় দেবগণের সঙ্গেই ছিলেন ঐশ্বর্যা। কিন্তু তিনি ভালবেসেছিলেন সলমনকেই। অথচ সলমন চিত্রনাট্যের ক্লাইম্যাক্সে বদল আনতে পরিচালককে নাকি চাপ দিয়েছিলেন! সল্লু মিঞার দাবি ছিল, ঐশ্বর্যাকে যেন শেয পর্যন্ত তাঁর সঙ্গেই রাখা হয়। যদিও সলমনের এই দাবি উড়িয়ে দিয়েছিলেন পরিচালক। এত দিন পর এই তথ্য সামনে অসেছে বি-টাউনেক একটি সূত্র ধরেই।
যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ভাইজান। তবে সকলেই জানেন ‘হম দিল দে চুকে সনম’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। সলমনের কথা শুনে চিত্রনাট্য বদলালে কি উল্টো ফল হত?

Comments
Loading...