Connecting You with the Truth

ওয়েলসের শিরোপা সিমোনা হালেপের

s-3স্পোর্টস ডেস্ক:
রোববার ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতেছেন সিমোনা হালেপ। টুর্নামেন্টের ফাইনালে তিনি ২-৬, ৭-৫ এবং ৬-৪ গেমে পরাজিত করেন জেলেনা জাঙ্কোভিচকে। সুদীর্ঘ ক্যারিয়ারে ১১টি ডব্লিউটিএ শিরোপা জিতেছেন সিমোনা হালেপ। কিন্তু এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান। তাই ইন্ডিয়ান ওয়েলস জয়ের পর রোমাঞ্চিত তিনি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোমানিয়ার এই টেনিস তারকা বলেন, ‘ইন্ডিয়ান ওয়েলস জিতে আমি খুবই রোমাঞ্চিত। কারণ এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা। যে কারণে এই মুহূর্তটি কখনোই ভুলতে পারবো না।’ শুধু তাই নয়, ২৩ বছর বয়সী এই টেনিস তারকা ভক্ত-অনুরাগীদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে যারা তার পাশে থেকে সবসময়ই সমর্থন করে যাচ্ছেন।

Comments
Loading...