Connecting You with the Truth

কালবৈশাখীর ঝড়ে শার্শার ১০টি গ্রামে ব্যাপক ক্ষতি

 বেনাপোল প্রতিনিধি:
কাল বৈশাখীর ঝড়ে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ১০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এ ঝড়ে প্রায় ৭/৮শ’ পরিবারের ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে গেছে।
এলাকাবাসী জানায়, এ ঝড়ে ১০টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ৫শ’ টাকা করে অনুদান দিয়েছেন। এ ক্ষতি পুশিয়ে নিতে সরকারের সাহায্যের প্রয়োজন বলে এলাকাবাসী জানান।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম বলেন, গত মঙ্গলবার রাতের কালবৈশাখীর ঝড়ে উপজেলার তেবাড়িয়া, গোকর্ণ, চন্দ্রপুর, খলিশাখালী, রঘুনাথপুর, পন্ডিতপুর, টেংরালী, গোবিনাথপুর, পাকশিয়া ও বাওয়ান্ডারী গ্রামে কাঁচা ও আধাপাকা ঘর এবং ছোট বড় প্রচুর গাছ ভেঙ্গে নষ্ট হয়েছে। খবর শুনে সকালে এলাকা পরিদর্শন করেছি। যশোর জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।

Comments
Loading...