কুড়িগ্রামে পুষ্টি চাল বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
শাহ্ আলম, কুড়িগ্রাম: নারী ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণের লক্ষে সরকারের ভিজিডি কর্মসূচির আওতায় পুষ্টি চাল বিতরণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার কুড়িগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহান আরা বেগম। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপ-সচিব (ইআরডি) সারোয়ার মাহমুদ ও রায়না আহমেদ (মহিলা ও শিশু বিষয়ক), বিএসটিআই’র সিনিয়র সহকারি পরিচালক গোলাম মাহমুদ সারোয়ার, রংপুর ডবিøউএফপি’র ব্রাঞ্চ প্রধান হাফিজা খান, সিভিল সার্জন ডা. জয়নাল আবেদিন জিল্লুর, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন প্রমূখ।
বক্তারা বলেন, সারাদেশে সাড়ে ৭ লাখ উপকারভোগী ভিজিডি কর্মসূচির আওতায় রয়েছে। এরমধ্যে কুড়িগ্রামে ভিজিডি সহায়তা পাচ্ছেন ২৬ হাজার ৪৯৮ জন। এছাড়াও কুড়িগ্রাম সদর ও ভুরুঙ্গামারীতে ৫ হাজার ৭০৫জন মাকে উন্নতজাতের পুষ্টি চাল ( রাইস ফার্টিফিকেশন) বিতরণ করা হচ্ছে। তারা প্রতিমাসে ৩০ কেজি করে এই চাল পাচ্ছেন।