Connecting You with the Truth

খালেদা একজন জঙ্গিবাদী নেত্রী: তথ্যমন্ত্রী

বাংলাদেশেরপত্র ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া একজন জঙ্গিবাদী নেত্রী। তিনি কখনো আগুন নেত্রী, কখনো বোম নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি জামায়াত-শিবির ও তেতুল হুজুরকে নিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। তাকে যেমন ক্ষমতার আসনে বসানো যায় না, তেমনই তাকে বিরোধী দলীয় নেত্রী হিসেবেও মেনে নেয়া যায় না।’

স্থানীয় আওয়ামী লীগের বিরোধিতার মুখে এবং পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জাসদ (ইনু) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর পাঁচদোনায় বুধবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। কড়া পুলিশি বেষ্টনীর মধ্যে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময় ইনু বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ২০০৮ সালের নির্বাচনে হেরে গিয়ে জামায়াত-শিবির-রাজাকার নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি এখনও জামায়াত শিবিরের সঙ্গ ত্যাগ করতে পারেননি। খালেদা জিয়া তার অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাননি, তওবা করেননি। তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করেছেন। সকল ষড়যন্ত্র ব্যর্থ হবার পরও তিনি রাজাকারদেরকে ছাড়তে পারেননি।’

সভায় সভাপতিত্ব করেন জাসদ’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পলাশ উপজেলা জাসদের সভাপতি জায়েদুল কবির। বক্তৃতা করেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক শওকত রায়হান, নাট্য ব্যক্তিত্ব নাদের চৌধুরী, জাসদ ছাত্রলীগের সভাপতি সামসুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক এহসানুল হক শামীম, জাসদ নেতা জ্যোতিষী বিকাশ, অ্যাড. হাবিবুর রহমান শওকত, জাসদ নেতা শফি উদ্দিন মোল্লা, শাহাদাৎ হোসেন মাসুম, মো’ কামাল পাশা প্রমুখ।

Comments
Loading...