Connecting You with the Truth

গভীর রাতে ঢাবিতে ভাঙচুর, প্রভোস্টের পদত্যাগ দাবি

duঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট আফতাব উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা। এসময় তারা হলে ব্যাপক ভাঙচুর চালান। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে প্রভোস্ট একদল পুলিশ নিয়ে স্যার এ এফ রহমান হলে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে যেকোনো বিষয়েই পুলিশ ডেকে ছাত্রদের ধরিয়ে দেন। আজকে রাতেও তাকে পুলিশ নিয়ে প্রবেশ নিয়ে করতে দেখে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ছাত্ররা সবাই হল থেকে বের হয়ে প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষুব্ধ ছাত্ররা হাতের সামনে যা পেয়েছেন ভাঙচুর করেছেন। এসময় তারা ‘এক দফা, এক দাবি, প্রভোস্ট তুই কবে যাবি’ ও আবাসিক হলে পুলিশ কেনো, প্রভোস্ট তুই জবাব দে’- এমন স্লোগান দিতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত দেড়টায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন।

Comments
Loading...