টস জিতে ব্যাট করছে পাকিস্তান
স্পোর্টসডেস্ক: অ্যাডিলেডে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ৯২’র চ্যাম্পিয়ন পাকিস্তান। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক।
পাকিস্তান অপরিবর্তিত দল নিয়ে মাঠে খেলতে নেমেছে। অপরদিকে অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন এসেছে। প্যাট কামিন্সের পরিবর্তে দলে ঢুকেছেন জস হ্যাজেলউড। বিশ্বকাপে আটবারের সাক্ষাতে দুই দল সমান চারটি করে জয় পেয়েছে। সর্বশেষ গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়েছে পাকিস্তান। তবে নকআউট পর্বে দু’বারের সাক্ষাতেই শেষ হাসি হাসে অজিরা।
অস্ট্রেলিয়া: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, ব্রাড হাডিন (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, মিশেল জনসন, মিশেল স্টার্ক ও জস হেজেলউড।
পাকিস্তান: মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সরফরাজ আহমদ, হারিস সোহেল, শহিদ আফ্রিদি, উমর আকমল, শোয়েব মাকসুদ, এহসান আদিল, সোহেল খান রাহাত আলী ও ওয়াহাব রিয়াজ।