Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে নির্যাতনের প্রতিবাদে ট্রাক-ট্যাঙ্কলরী শ্রমিকদের অনির্দিষ্ট কালের কর্মবিরতি

thakurgaon Workers strikeআব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শ্রমিক নির্যাতন প্রতিবাদে অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে জেলার ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল রবিবার সকাল ৮টা থেকে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে এ কর্মবিরতি পালন করে শ্রমিকরা। জানাযায়, জমির বিরোধ নিয়ে ট্যাংকলরী শ্রমিক সদস্য আসাদুল কে বিপিন চন্দ্র বর্মন ও তার দলের লোকজন গত ১৯তারিখে মারধর করে পরে শ্রমিক নির্যাতনের খবর পেয়ে ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ঘটনাস্থলে গেলে বিপিনের লোকজন তাদের মোটর সাইকেল ও বাই সাইকেলে আগুন জ্বালিয়ে দেয়।
এ বিষয়ে কথা বলতে গেলে জেলা ট্রাক সমিতির সভাপতি জয়নুদ্দিন জানান, শ্রমিকদের ক্ষয় ক্ষতি পুরণ ও যে সব ব্যক্তি কে এঘটনায় অভিযুক্ত করা হয়েছে তাদের কে দ্রুত বিচারে’র আওতায় নিয়ে আসতে হবে। দাবি আদায় না মানাহলে কর্মসুচি আরো জোরদার করা হবে বলে ও কঠোর হুসিয়ারি দেন তিনি।
এদিকে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা মাল বাহী ট্রাক গুলো পড়ছে ভিষন দুর্ভোগে। এসব ট্রাক ড্রাইভারগণ জানান, মাল নির্দিষ্ট সময়ে না পৌছলে অনেক লোকসানের মুখে পড়বে কৃর্তপক্ষ।

Comments
Loading...