Connecting You with the Truth

ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল কাউনিয়ার দরিদ্র দু-ছাত্র আলামিন ও মিনারুল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পাচ্ছিলনা কাউনিয়ার দু-অদম্য মেধাবী ছাত্র আলামিন ও মিনারুল ইসলাম। এসংক্রান্ত একটি প্রতিবেদন বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কাউনিয়া উপজেলার নিজপাড়া গোপালগঞ্জ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সাংবাদিক মোঃ গোলাম রাব্বানী বাবুর নজরে আসলে তিনি ওই দু-ছাত্রের সমস্ত ভর্তির টাকা প্রদান করেন। গত মঙ্গলবার রাতে কাউনিয়া প্রেসক্লাব কার্যালয়ে দরিদ্র ছাত্র আলামিন ও মিনারুলের বাবা আঃ লতিবের হাতে ২০ হাজার করে মোট ৪০ হাজার নগদ আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বাবুর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোজাহেদুল ইসলাম টুটুল তাদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, যুগান্তার প্রতিনিধি আঃ কুদ্দুছ বসুনিয়া, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহম্মদ, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিলদার আলী, সাংবাদিক মিজানুর রহমান মিজান, জহির রায়হান, শিক্ষক এনামুল হক প্রমূখ। ভর্তির টাকা হাতে পেয়ে দরিদ্র ছাত্র আলামিন ও মিনারুলের পিতা লতিব এর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আলামিন জানায় এ টাকা না পেলে আমি ভর্তি হতে পারতাম না। আমি লেখা পড়া করে দেশ ও মানবতার কল্যানে যেন কাজ করতে পারি এ জন্য সকলের দোয়া কামনা করে।

Comments
Loading...