রাজনীতি
দেশ এখন হাইব্রিড নেতা ও সাংবাদিকের কারখানা
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাইব্রিড নেতায় ভরে গেছে দেশ। বাংলাদেশ এখন নেতা এবং সাংবাদিক উৎপাদনের কারখানা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণরা যে শান্তিপূর্ণ আন্দোলন করেছে তা অভূতপূর্ব মন্তব্য করে তিনি বলেছেন, তারা বাংলাদেশের আন্দোলনের সংস্কৃতিকে বদলে দিয়েছে।
জনপ্রশাসন ও গণমাধ্যম শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বক্তৃতায় তিনি বলেন, “হাইব্রিড নেতায় দেশ ভরে গেছে। যেখানে যাই বিলবোর্ডে দেখি বঙ্গবন্ধুর ছবির সঙ্গে ৩৭ জন নেতার ছবি। এরা কারা কোত্থেকে আসে। মন্ত্র্রী বলেন হাইব্রিড এখন রাজনীতিতেই নয় সাংবাদিকতায়ও আছে। কোথাও গেলে অনেকে এসে হাজির। বলি ভাই আপনি কে? বলে ফ্রিল্যান্স সাংবাদিক।”
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ এখন হাইব্রিড নেতা ও হাইব্রিড সাংবাদিক উৎপাদনের কারখানা। এইসব হাইব্রিড সাংবাদিক মোকাবিলায় প্রকৃত সাংবাদিকদের দায়িত্ব নিতে হবে।
মন্ত্রী বলেন, “একটি জাতীয় প্রেস ক্লাব। সেখানেও দুই গ্রুপ। তাওতো এক জায়গায়। সিলেটে গেলে দেখা যাবে দুই জায়গায়। চারিদিকে ওয়াল আর ওয়াল। এ যেন মশারির মধ্যে মশারি। “
সম্প্রতি ভ্যাট বাতিলের দাবিতে তরুণদের আন্দোলন নিয়েও কথা বলেন সাবেক এই ছাত্রনেতা।
তিনি বলেন, অভূতপূর্ব আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এরকম শান্তিপূর্ন আন্দোলন দেখা যায় না। বাংলাদেশে ভাংচুর অগ্নিসংযোগের যে সংস্কৃতি, তাকে বদলে দিয়েছে এই আন্দোলন।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, একটি মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রী সৎ থাকলে ওই মন্ত্রণালয়ের ৫০ ভাগ দুর্নীতি কমে যাবে।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস