Connecting You with the Truth

নবাবগঞ্জে হেযবুত তওহীদের উদ্দ্যেগে প্রামান্য চিত্র প্রদর্শনী

রুহুল আমিন, নবাবগঞ্জ: দিনাজপুরে নবাবগঞ্জে বিনোদনগর (কপালদাঁড়া) গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হেযবুত তওহীদের উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জণসচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের মাননীয় এমামের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জণসম্পৃক্ততার বিকল্প নেই শীর্ষক ভাষন প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের সদস্য মো. রেজাউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ সমাজের প্রথম শর্ত ঐক্যবদ্ধ হওয়া। ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনসহ সকল গুরুত্বপূর্ণ আন্দোলনের প্রধান শক্তি ছিল ঐক্য। আমাদের প্রিয় জন্মভূমি ঐক্যহীনতার কারণে আজ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। নানামুখি ষড়যন্ত্র চলছে জঙ্গিবাদ উত্থানের জন্য। তাই নানামুখি ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সর্ব সংকীর্ণতা ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন- ইসলামে সঠিক আদর্শর মাধ্যমে ধর্মের সকল অপ-প্রয়োগ বন্ধ করতে হবে, আর হেযবুত তওহীদ ইসলামের সেই আদর্শই জণগনের সামনে তুলে ধরছে। উপস্থিত সকলেই জঙ্গিবাদের বিরুদ্ধে ন্যয় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments
Loading...