Connecting You with the Truth

নাটকে সনিকার ব্যস্তত

b-3বিনোদন ডেস্ক:
ধীরে ধীরে নাটকেও ব্যস্ততা বাড়ছে ডিজে সনিকার। তিনি এখন অভিনয় করছেন নিজের গল্পে! না গল্পকার হয়ে ওঠেননি তিনি। নাটকের নামই ‘সনিকার গল্প’। এটি লিখেছেন ও পরিচালনা করছেন গৌতম কৈরী। গত ৩০ মার্চ থেকে রাজধানীতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘সনিকার গল্প’। এতে সনিকার সহশিল্পী শ্যামল মওলা। এখানে তার চরিত্রের নাম অন্তু। আর সনিকাকে দেখা যাবে ডিজে হিসেবেই। অন্তু এক ডিজে পার্টিতে গেলে তাদের পরিচয় হয়। সেখানে কিছু ছবি ওঠানো নিয়ে গল্প এগোতে থাকে। শ্যামল মওলা বলেন, ‘এবারই প্রথম আমরা একসঙ্গে কাজ করছি। ও দারুণ হাসিখুশি মেয়ে। কাজ করে ভালো লাগছে।’


Comments
Loading...