Connecting You with the Truth

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

dead body uddharনারায়ণগঞ্জ প্রতিনিধি:
রাজধানীর মিরপুরের রূপনগরে গুলিবিদ্ধ অজ্ঞাত (আনুমানিক ৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত কাল বেলা সাড়ে ১১টার দিকে রূপনগর থানার বেড়িবাঁধের গড়ান চটবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের শরীরের বেশ কয়েক জায়গায় গুলির চিহ্ন পাওয়া গেছে। পরনে গোল গলার হলুদ গেঞ্জি ও নীল রঙের প্যান্ট ছিলো। তিনি আরও জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Comments
Loading...