Connecting You with the Truth

পঁচা ও বাসী মিষ্টি বিক্রির দায়ে চট্টগ্রাম নগরীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ctg mobile courtচট্রগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে জেলা প্রসাশনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে রিয়াজউদ্দিন বাজার সড়কের পার্শ্বে অবস্থিত ঘোষ সুইটস ও এনায়েত বাজার এলাকার বাটালিরোড এলাকায় ধানসিড়ি সুইটস এ দুই প্রতিষ্ঠানকে ষাট হাজার টাকা জরিমানা এবং তিন মণ দীর্ঘদিনের বাসী,পচা এবং পুরান মিষ্টি ও মিষ্টির রস ধ্বংস করা হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে চট্রগ্রাম জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকমকে বলেন, এসব প্রতিষ্ঠানে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন করা হয়। দীর্ঘদিনের পুরনো ,ছত্রাক আচ্ছন্ন ও পোকা মাকড় মিষ্টির সাথে মিশে ছিল । এছাড়াও পুরনো মিষ্টির রস ব্যবহার করে মিষ্টি তৈরি করা হচ্ছিল বলে জানান তিনি।

তিনি আরো বলেন, অভিযানকালে দেখা যায় কয়েক মাসের পুরনো জিলাপির রসে আবার নতুন করে জিলাপি বানিয়ে ডুবানো হচ্ছিল । প্রথম দেখাতে যে কারো বুঝতে কষ্ট হবে এখানে জিলাপি ভেজে ডুবানো হয়। পরে এসব ব্যবহৃত রস, জব্দকৃত মেয়াদবিহীন দই ও নাড়ু নালাতে ফেলে ধংস করা হয়।

Comments
Loading...