চুকনগর কাঞ্চনপুর পোড়াবাড়ী থেকে ঘোষড়া বালিয়াখালী পর্যন্ত রাস্তার বেহাল দশা
চুকনগর (খুলনা) প্রতিনিধি ॥ চুকনগরের ৬নং মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর পোড়াবাড়ী থেকে ৮নং ওয়ার্ড ঘোষড়া বালিয়াখালী পর্যন্ত ২ কিলোমিটার ইটের সলিং রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য একেবারে অচল হয়ে পড়েছে। রাস্তাটির ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে খানা-খন্দকে পরিণত হয়েছে। এছাড়া রাস্তার দুই পাশের পাড় ভেঙ্গে রাস্তাটি সরু হয়ে যাওয়ায় ছোট বড় দুর্ঘটনা প্রতিনিয়ত লেগেই আছে। অদ্যবধি সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। সরেজমিন ঘুরে দেখা গেছে, কাঞ্চনপুর পোড়াবাড়ী থেকে ঘোষড়া বালিয়াখালী পর্যন্ত ২ কিলোমিটার ইটের সলিং রাস্তাটি বানিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে। স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী, জন সাধারণ ও ব্যবসায়ীদের যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ হলেও এলাকার চেয়ারম্যান, মেম্বরদের সড়কটি সংস্কারের জন্য কোন উদ্যোগ নেই বললেই চলে। এ রাস্তায় সাইকেল, মোটরভ্যান চলাচলের একেবারে অনুপযোগী। পথচারীরা পায়ে হেঁটেও এ রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। ফলে তাদের দুর্ভোগের শেষ নেই এ রাস্তাটিতে। রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার করা অতি জরুরী। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
মোঃ জিয়ায়ুর রহমান, চুকনগর, খুলনা।
মোবা: ০১৯৯০-৯৪৪৫৯৮, তাং: ০৬.০২.১৬