Connecting You with the Truth

পঞ্চগড় তেঁতুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়  তেঁতুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু এর নেতৃত্বে একটি র‌্যালী আ’লীগ অফিস থেকে বাহির হয়ে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের আয়োজিত র‌্যালীর সাথে যোগ দেয়। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার তেঁতুলিয়া উপজেলা এবং আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ আ’লীগের নেতাকর্মীবৃন্দ। র‌্যালীর শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা তেঁতুলিয়া। সভায় বক্তব্য রাখেন, আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Comments
Loading...