পঞ্চগড় বোদায় আদা চাষে কৃষকদের আগ্রহ নেই
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষকদের আদা চাষে আগ্রহ নেই। উপজেলা ঘুরে কোথায় আদা চাষি খুজে পাওয়া যায়নি। তবে অনেক কৃষক শখের বসে বাড়ির পাশে পড়ে থাকা পতিত জমিতে বা আঙ্গিনার পাশে অল্প পরিমাণ জমিতে আদা চাষ করছে। কৃষকরা জানিয়েছে আদা চাষ লাভজনক হলেও তারা আদা চাষে আগ্রহী হয়ে উঠে না। কারণ এই অঞ্চলের জমিগুলো আদা চাষের উপযোগী না। অনেক কৃষক আদা চাষ করে লাভ করতে পারেনি। তাই তারা আদা চাষের আগ্রহ হারিয়ে ফেলেছে। অনেক কৃষক বলেছেন মসলা জাতীয় এই ফসল আদা চাষে সরকারি উদ্যোগ ও প্রচার প্রচারণের মাধ্যমে কৃষকদের আদা চাষে উদ্ধুদ্ধ করতে পারলে কৃষকরা আদা চাষে আগ্রহী হয়ে উঠবে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক জানান, আদা চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ৮২ হেক্টর জমিতে। অর্থকারী এই ফসল আদা চাষে অনেক কৃষক আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা কৃষকদের আদা চাষে উৎসাহ প্রদান করছি। উপজেলা কৃষি বিভাগ আশা প্রকাশ করছে যে, চলতি বছর থেকে আদা চাষের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।