Connecting You with the Truth

ফ্রান্সে জঙ্গি হামলার প্রতিবাদ মিছিলে মানুষের ঢল

1আন্তর্জাতিক ডেস্ক:

রাজধানী প্যারিস ও এর আশাপাশে তিনদিন ধরে চালানো প্রাণঘাতী জঙ্গি হামলার প্রতিবাদে ফ্রান্সজুড়ে আয়োজিত মিছিলগুলোতে মানুষের ঢল নেমেছিল। শনিবার দেশটির প্যারিস, অর্লেন্স, নিস, পাউ, তুলুজ ও ন্যানেতস্’র মতো বড় বড় শহরগুলোসহ সারাদেশে প্রায় ৭,০০,০০০ লাখ মানুষ এসব মিছিলে অংশ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। বুধবার প্যারিসে বিদ্রুপ সাময়িকী শার্লে এবদুর কার্যালয়ে হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হওয়া তিনদিনের তাণ্ডবে সাংবাদিক, পুলিশ কর্মকর্তাসহ ১৭ জন নিহত হন। পরে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হন। হামলাকারীদের সহযোগীদের খোঁজে ফ্রান্সজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। আসছে সপ্তাহগুলোতেও ফ্রান্সজুড়ে উচ্চ সতর্কাবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড ক্যাজনভ। প্রতিবাদ মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার বহন করলেও মিছিলগুলোর অধিকাংশই মৌন মিছিল ছিল। ব্যানারগুলোতে “আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে”, “আমি শার্লি”।  প্যারিসে ক্যাশার সুপারমার্কেটের সামনে আয়োজিত বড় একটি প্রতিবাদ সমাবেশে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস বলেছেন, “আজকে, আমরা সবাই শার্লি, আমরা সবাই পুলিশ কর্মকর্তা, আমরা সবাই ফ্রান্সের ইহুদি।” শনিবার প্যারিসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ব্যাপক পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতি ছাড়াও অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েন করা হয়েছিল। দেশকে রক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাজনভ।

ফ্রান্সের এই শোকের সময়ে দেশটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রোববার প্যারিসে অপর একটি মৌন প্রতিবাদ মিছিলে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলন্দসহ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বেশ কয়েকজন বিশ্বনেতা অংশ নেবেন। স্থানীয় সময় বিকেল ৩টায় প্যারিসের রিপাবলিকান প্রাসাদের সামনে থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে। মিছিলে দশ লাখের বেশি মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। এই মিছিলের নিরাপত্তার জন্য প্যারিসের ছাদে ছাদে স্নাইপার মোতায়েনসহ ৫,৫০০ পুলিশ ও সেনা মোতায়েন করে “নজিরবিহীন নিরাপত্তা” পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ক্যাজনভ।

Comments
Loading...