Connecting You with the Truth

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বিকেল ৪টা ৪০ মিনিটে আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী এক জনসভায় ভয়ঙ্কর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী আহত হয়। আহত হন শত শত মানুষ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...