Connecting You with the Truth

বাগেরহাটে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Bagerhat photo (03-09-15)-2

বাগেরহাট প্রতিনিধি।। বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডল সমরেশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা বেগম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আস বাংলাদেশ এর সহ-সভাপতি হাজরা শহীদুল ইসলাম বাবলু, আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম, সহকারী শিক্ষক বরুন কান্তি পাল, মিন্টু কুমার সেন, হুসনেয়ারা খাতুন, বিজ্ঞান ক্লাবের সভাপতি শ্রাবনী আলম টুম্পা, আস বাংলাদেশ এর সহকারী প্রকল্প সমন্বয়কারী বিপুল কৃষ্ণ সাহা প্রমুখ। মেলায় ১৯৬টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে ০৭ জন মেধাবী দরিদ্র ছাত্রীকে জ্যামিতি বক্স প্রদান করা হয়।

অপরদিকে সকাল ১১টায় বাগেরহাটের রহিমাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে অনুরুপ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক শেখ আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী সেখ নজমুল করিম, সহকারী শিক্ষক বিমল কৃষ্ণ পাল, পরিমল কুমার দে, মিরোনা খাতুন, শাহ নওয়াজ ,সহকারী শিক্ষক শেখ আল মামুন, সাধন কুমার রায়, রুবিনা খাতুন আস বাংলাদেশ এর সহকারী প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুর রহমান জুয়েল প্রমুখ। মেলায় ৪০ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশেরপত্র/ এডি/আর

Comments
Loading...