বিড়ম্বনায় পড়লেন রুবেল, ইমন ও তানভীর
রঙ্গমঞ্চ ডেস্ক:
৬ জানুয়ারি ‘মিশন আফ্রিকা’ এবং ‘প্রথম দেখা’ নামে দুটি ছবির শ্যুটিং করতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলো একটি শ্যুটিং ইউনিট। এ ইউনিটে ছিলেন নায়ক রুবেল, ইমন, সিদ্দিক, তানভীর, অমৃতা খান এবং দুই ছবির নির্মাতা আহমেদ আলী মন্ডল, ও মারুফ আহমেদ খান। কিন্তু শ্যুটিং করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন তারকারা। দক্ষিণ আফ্রিকার বিমানবন্দর কর্তৃপক্ষ আদম পাচারের অভিযোগে পুরো ইউনিটকে আটকে রাখে বলে খবর পাওয়া যায়। এ বিষয়ে নিশ্চিত হতে ইউনিটে থাকা অভিনেতা ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেক মিডিয়াতে খবরটা নেতিবাচকভাবে প্রকাশ করা হয়েছে। আদম পাচারের কথা বলা হয়েছে। আসলে তেমন কিছু না। মূলত দক্ষিণ আফ্রিকায় শ্যুটিং করার কোন অনুমোদন ছিলো না ছবি দুটির। তাই কর্তৃপক্ষ আমাদের শ্যুটিং করতে দেয়নি।’ তিনি আরো জানান, রুবেল, তানভীর ও ইমন দেশে ফেরার জন্য রওনা দিয়েছেন। তারা ১৩ জানুয়ারি ঢাকায় ফিরবেন বলে জানান। দেশে এসে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি পরিষ্কার করা হবে বলেও ইমন জানান।