বেনাপোলে নববধুর আত্মহত্যা
কামাল হোসেন, বেনাপোল : যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে কোহেলী(১৮)এক নববধু আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালী ইউনিয়নের দক্ষীন বারোপোতা গ্রামে মেয়ের বাপের বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাত্র ৪ মাস আগে একই এলাকার আশরাফুলের সাথে বিয়ে হয় কোহেলীর। এরপর থেকে পারিবারিক ছোট-খাট বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হতো। এনিয়ে মেয়ের বাবা এক সপ্তাহ আগে মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে বুধবার দুপুরে মেয়েটি ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক(এসআই) তাউজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে পোর্ট থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে ।
বাংলাদেশেরপত্র/এডি/আর