Connecting You with the Truth

ভাঙ্গায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তি

SAM_2421ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তিনটি উন্মুক্ত জলাশয়ে বুধবার বিকালে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় এ দৃশ্য দেখতে স্থানীয় লোকজন ভির করে।
প্রতি বছরের ন্যায় এবারও ভাঙ্গা উপজেলার বিভিন্ন বিলে মাছের পোনা অবমুক্তির জন্য উদ্যগ নেয় মৎস্য অধিদপ্তর।এ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসার সন্দীপন মজুমদার ৫শ ৬৩ কেজি রুই বা কার্প জাতিয় মাছের পোনা ক্রয় করেন। বুধবার বিকালে এ মাছের পোনা গুলো উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের গুমুরিয়া বিল , বোদ্দির বিল এবং থানার পুকুরে অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্তির সময় উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক , জেলা মৎস্য অফিসার ফরিদপুর , মোঃ রেজাউল করিম সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর , মোঃ মহিউজ্জামান সহকারী পরিচালক ফরিদপুর , উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন ,সন্দীপন মজুমদার , উপজেলা মৎস্য অফিসার ভাঙ্গা , খোন্দকার আবুবক্কর সিদ্দিক সহকারী মৎস্য অফিসার ভাঙ্গা , সাংবাদিক মোঃ খালেদুর রহমান , মাহমুদুল হাসান , হাজী সাইফুল্লা শামীম প্রমুখ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...