ভাঙ্গায় চাঁদা না পেয়ে বাড়িতে হামলা কবরস্থান ভাংচুর
রবিউল ইসলাম, ভাঙ্গা: ফরিদপুরের ভাঙ্গায় গত সোমবার তারিখ বিকাল ৫টায় ভাংগা থানার ঘারুয়া ইউনিনের ডাংগারপাড় গ্রামে মৃত আঃ মজিদ শেখের বাড়িতে দুবৃত্তরা তাহারই নব নির্মিত কবরস্থান ভেঙ্গে গুড়িয়ে দেয় হামলাকারীরা। জানা যায় একই গ্রামে বসবাসকারী লালন শেখ, সূর্য শেখ, সামাদ শেখ, মিলন শেখ সর্ব পিং নাতু শেখ এরা প্রত্রিপক্ষ শেখ শাহিন এর নিকট দেড় লক্ষ চাঁদা টাকা দাবী করে। কিন্তু চাঁদা দিতে অপারগ হলে শেখ শাহিনের পিতার নব নির্মিত কবরস্থান ভেঙ্গে দেয়। এলাকায় তথ্য নিলে জানা যায় উভয় পক্ষের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এরই জের ধরে শাহীন শেখর বাড়ীতে চামলা চালায় ও কবরস্থান ভেঙ্গে গুড়িয়ে দেয়। এব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।