Connecting You with the Truth

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল বাংলাদেশি ৩ যুবক

বেনাপোল প্রতিনিধি :  ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া তিন বাংলাদেশি যুবক অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটকের ২ বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। ফেরত আসা যুবকেরা হলো, বরিশালের গোখরাকান্দি উপজেলার বেজগাতি গ্রামের মান্নান কবিরাজের ছেলে সাইফুল কবিরাজ(২৫),বগুড়ার শেরপুর উপজেলার কিশনাপুর গ্রামের আব্দুল্লা প্রামানিকের ছেলে গোলাম রব্বানী(২২) ও ঝিনাহদাহের কালিগঞ্জ উপজেলার টিলা গ্রামের হোসেন মোল্লার ছেলে ইসরাইল হোসেন(২১)।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক(এসআই) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসা যুবকদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।সেখান থেকে এনজিওদেও হাতে তুলে দেয়া হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...