Connecting You with the Truth

ভূমি অফিসে অগ্নিসংযোগকারীদের জমি বাজেয়াপ্ত হবে-প্রধানমন্ত্রী

1427018259নিজস্ব প্রতিনিধি:   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভূমি অফিসে আগুন দিয়েছে, দলিলপত্র পুড়িয়েছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে। এদেশের মাটি তাদের জন্য নয়।  রবিবার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। কোনো ধর্মেরই সম্পর্ক নেই। জঙ্গিদের কোনো দেশ নেই, ধর্ম নেই। এদের ধর্মই হচ্ছে জঙ্গিবাদ। জঙ্গিবাদে বিশ্বাসীদের এ দেশের মাটিতে জায়গা নেই।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের কাজই হলো মানুষ হত্যা করা। তারা ক্ষমতায় এসে সাধারণ মানুষকে তো মেরেছেই, গ্রেনেড মেরে আমাদের সংসদ সদস্যকেও হত্যা করেছে। এখন ক্ষমতায় না থাকলেও তাদের সে হত্যাযজ্ঞ চলছে। পেট্রোল-ককটেল মেরে তারা মানুষ পুড়িয়ে মারছে।
Comments
Loading...