ভূমি অফিসে অগ্নিসংযোগকারীদের জমি বাজেয়াপ্ত হবে-প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। কোনো ধর্মেরই সম্পর্ক নেই। জঙ্গিদের কোনো দেশ নেই, ধর্ম নেই। এদের ধর্মই হচ্ছে জঙ্গিবাদ। জঙ্গিবাদে বিশ্বাসীদের এ দেশের মাটিতে জায়গা নেই।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের কাজই হলো মানুষ হত্যা করা। তারা ক্ষমতায় এসে সাধারণ মানুষকে তো মেরেছেই, গ্রেনেড মেরে আমাদের সংসদ সদস্যকেও হত্যা করেছে। এখন ক্ষমতায় না থাকলেও তাদের সে হত্যাযজ্ঞ চলছে। পেট্রোল-ককটেল মেরে তারা মানুষ পুড়িয়ে মারছে।