Connecting You with the Truth

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
গত কাল ৫ এপ্রিল রবিবার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা রোডস্থ প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয় চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে ও পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান মুকুলের সভাপতিত্বে, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন শীর্ষক মত বিনিময় সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায়ী সংবর্ধনা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি পৌরসভা মেয়র হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন ফারুক, জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বদরুজোহা, পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন ও জিয়াউল ফেরদৌস রাইট, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবু বক্কর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বক্তব্য রাখেন। এ্যাড. সামছুল আলম দুদু এমপি বলেন, প্রাথমিক লেবেলের শিক্ষা হচ্ছে মূল ভিত্তি, হাইস্কুল-কলেজ-ইউনিভার্সিটি হচ্ছে শিক্ষার্থীকে আরোও ভালো করার জন্য লালন পালন করা। এজন্য প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে আরোও দায়িত্বশীল হতে হবে এবং বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা যেন আরোও উন্নত হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্যসহ সকল বিষয়ে দ্রুত উন্নত বিশ্বের পাশাপাশি বাংলাদেশ একটি ডিজিটাল দেশ হবে।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়।

Comments
Loading...