Connecting You with the Truth

‘মেইড ইন বাংলাদেশ’ আসছে ঢাকা জয় করতে

বিনোদন ডেস্ক:b-8

‘মেইড ইন বাংলাদেশ’ একটি নৃত্যনাট্য। জার্মানির লুক্সেমবুর্গ, সুইজারল্যান্ড ও ভারত ঘুরে এটি এবার আসছে ঢাকায়। ঢাকাস্থ জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এর দুটি প্রদর্শনী হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে ২৬ জানুয়ারি দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় দেখা যাবে ‘মেইড ইন বাংলাদেশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সম্মানিত অতিথি তালিকায় আছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি সচিব রঞ্জিত কুমার বিশ্বাস ও জার্মান রাষ্ট্রদূত। আয়োজকরা জানান, আগে আসা ভিত্তিতে বিনামূল্যে উপভোগ করা যাবে নৃত্যনাট্যটি। তৈরি পোশাক কারখানা ও মঞ্চনাটকে কায়িক শ্রমের অপব্যবহার আর সঠিক মূল্যায়নের অভাব রয়েছে। এই ভাবনা নিয়ে বাংলাদেশের পোশাকশিল্পের গুরুত্ব, সমস্যা ও সমাধান এবং দুই দেশের মঞ্চশিল্পের নানা সংকটকে ঘিরে সাজানো হয়েছে নৃত্যনাট্য ‘মেইড ইন বাংলাদেশ’। জার্মানির লুডউইগস্থাফেনের থিয়েটার ফালসবাউতে গত বছরের ২৬ নভেম্বর এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন সাধনার সহায়তায় নৃত্যনাট্যটি প্রযোজনা করেছে জার্মানির এক্টোপিয়া ড্যান্স প্রোডাকশন। এর নির্দেশনা দিয়েছেন হেলেনা ওয়াল্ডমান। মঞ্চ পরিবেশনায় মুনমুন আহমেদ, শাম্মি আকতার, শারিন ফেরদৌস, মাসুম হোসেন, ঊর্মি আইরিন, মেলা লামিয়া, তৃণা মেহনাজ, হানিফ মোহাম্মদ, টুমটুমি নুজাবা, বিশ্বজিৎ সরকার, সোমা শারমিন ও লাবণ্য সুলতানা। কত্থক নৃত্য পরিচালনা করেছেন কলকাতার নৃত্যপরিচালক বিক্রম আয়েঙ্গার। নাচ ছাড়াও ব্যবহার করা হয়েছে ভিডিওগ্রাফার আনা সাউপের পরিচালনায় পোশাকশিল্পের ওপর তৈরি প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র। সাধনার শৈল্পিক নির্দেশক লুবনা মরিয়ম জানান, চলতি বছরের মে মাসে জার্মানির মিউনিখ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ‘মেইড ইন বাংলাদেশ’। যুক্তরাষ্ট্র আর ইউরোপের বিভিন্ন উৎসব থেকেও এসেছে আমন্ত্রণ পেয়েছে।

Comments
Loading...