Connecting You with the Truth

যাত্রাবাড়ীতে আইসের বড় চালান আটক, গ্রেফতার ২

নিউজ ডেস্খ:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় ৫ কেজি ভয়ঙ্কর মাদক আইসসহ চক্রের অন্যতম মূলহোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার ভোরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে প্রায় ৫ কেজি আইসের চালান জব্দ করা হয়েছে। টেকনাফের আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আজ কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Comments
Loading...