Connect with us

বিচিত্র সংবাদ

যেখানে ধনীরা ৮ বছর বেশি বাঁচে!

Avatar photo

Published

on

life expectancy_83626

অর্থ-সম্পদের কারণে বিশ্বজুড়ে মানুষে মানুষে অনেক পার্থক্য আছে। তাই বলে আয়ুর ক্ষেত্রেও পার্থক্য! সম্প্রতি এমনটাই জানা গেছে একটি গবেষণা থেকে। সেখানে বলা হয়, দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডের ধনী পুরুষেরা উত্তর ইংল্যান্ডের দরিদ্র পুরুষের চেয়ে প্রায় আট বছর বেশি বাঁচে।

১৯৯০ সাল থেকে ইংল্যান্ডে পুরুষ এবং নারীদের আয়ুর সমতা আনার জন্য কাজ করা হচ্ছে। গ্লোবাল বারডেন অব ডিজিস, ইনজুরি এবং রিস্ক ফেক্টরস (জিবিডি) এর গবেষণায় জানা গেছে, বিগত ২৫ বছরে সেখানে ধনী এবং দরিদ্রের মধ্যে স্বাস্থ্যবিষয়ক পার্থক্য সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ২২টি অঞ্চলের ধনীরা যদি স্বাস্থ্যসেবা পেয়ে থাকে, তবে উত্তর ইংল্যান্ডের পাঁচটিরও কম অঞ্চল এ সুবিধা পায়।

যদিও ইংল্যান্ডের ওপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের পুরনো তথ্য থেকে একই ধারণা পাওয়া গেছে। ১৯৯০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত হৃদরোগ এবং ক্যান্সারের প্রকোপ কমিয়ে অন্যান্য দেশের তুলনায় লোকসংখ্যার আয়ু অনেক বাড়িয়েছে ইংল্যান্ড।

কিন্তু দেশটির ধনী এবং দরিদ্র মানুষদের আয়ুর অনেক ব্যবধান রয়ে গেছে। পূর্ব ইংল্যান্ডের পুরুষেরা যেখানে ৮৩ বছর এবং নারীরা ৮৬ বছর বাঁচে, সেখানে উত্তর ইংল্যান্ডের পুরুষেরা ৭৫ বছর এবং নারীরা ৭৯ বছর বাঁচে। তাদের বেশিরভাগ মৃত্যুর প্রধান কারণ হল হৃদরোগ এবং ফুসফুসে ক্যান্সার। যা ধূমপান এবং এলকোহল গ্রহণের ফলে হয়ে থাকে।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য অফিসার অধ্যাপক জন নিউটন বলেন, ইংল্যান্ডে আমরা কোটি কোটি মানুষ বাস করি, যারা পৃথিবীর যেকোন উন্নত দেশের মতো স্বাস্থ্যসেবা পেয়ে থাকি। সারাদেশের মানুষের জন্য একই ধরণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারার কোন কারণ নেই। তিনি আরও বলেন, সারা দেশের মানুষের জন্য একইরকম স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। তারা কে বা কোথায় থাকে সেটা বিবেচনার বিষয় নয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক

লকডাউনে স্বামীর সঙ্গে পর্ন ভিডিও বানিয়ে মাসিক আয় ২৩ লাখ টাকা

Avatar photo

Published

on

নিউজ ডেস্ক:
রেস্তোরাঁয় চাকরি করে কোনোমতে সংসার চালাতেন তিনি। তার স্বামীও ছোটখাটো একটা চাকরি করতেন। কিন্তু লকডাউনে দুজ‌নকেই কাজ ছেড়ে দিতে হয়েছে। এখন স্বামীর সঙ্গে পর্ন ভিডিও বানিয়ে আয় করছেন কাড়ি কাড়ি টাকা।

রাইলে ডিজেল নামের ওই নারী প্রতি মাসে ২০ হাজার পাউন্ড আয় করছেন। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ লাখ টাকারও বেশি। অথচ আগে তার আয় ছিল মাত্র ‌তিন লাখ টাকা।

প্রাপ্তবয়স্কদের ও‌য়েবসাইটে আশাতীত সাফল্য রাইলে এবং তার স্বামীর আয় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গত এক বছরে তারা রোজগার করছেন ৩ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩ কোটি টাকারও বেশি।

স্বামীর সঙ্গে পর্ন বানানোর এই কাজ তিনি যে উপভোগ করছেন বলে জানান রাইলে। তিনি বলেন, অনেকে বলছে আমি দেহ ব্যবসা করছি। কিন্তু আমি শুধু মাত্র ভিডিও বিক্রি করছি। অন্য পুরুষের সঙ্গে কখনও শুইনি। কেমন করে দেহ বিক্রি করলাম?

রাই‌লের বিরুদ্ধে ওঠা ‘দেহ বিক্রি’র অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার স্বামীও। তারা জানিয়েছেন, তারা ছোটবেলার বন্ধু। এই ভিডিও তৈরির মাধ্যমে তারা ভা‌লোবাসা প্রকাশ্যে আনছেন।

Continue Reading

আন্তর্জাতিক

চোরাই গাড়ি চালানো হ‌চ্ছে রেললাইনে!

Avatar photo

Published

on

নিউজ ডেস্ক:
মোবাইল ফোন হোক কিংবা কম্পিউটারে, গেমস খেলার হাতেখড়ি আমাদের সবার ছোটবেলাতে হয়েছিল। চাতক পাখির মতো চোখ আটকে থাকতো মোবাইল ও কম্পিউটারের স্ক্রিনে। ছোট হোক কিংবা বড় যে কেউ ভিডিও গেম খেলতে পছন্দ করে।

আর এই ভিডিও গেমে রেসিং কার খুব জনপ্রিয় খেলা। সেখানে গাড়ি নিয়ে নানা বিপদজনক অভিযান দেখানো হয়। তবে বাস্তব জীবনে তো আর গাড়ি নিয়ে সে রকম অভিযান চালানো সম্ভব নয়। তবে সম্প্রতি এক চোর চুরি করা গাড়ি নিয়ে রেল ক্রসিং ভেঙে যেভাবে রেললাইনের ওপর দিয়ে গাড়ি নিয়ে পালাচ্ছিলেন তা দেখে সিনেমার দৃশ্য কিংবা কম্পিউটার গেম ভেবে ভুল করতে পারেন অনেকে।

যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই পুলিশ কর্মকর্তা এক ব্যক্তিকে গাড়ি থেকে নামতে বলেন। ওই ব্যক্তি গাড়ি থেকে না নেমে উল্টো গাড়ি ঘুরিয়ে নেন। চালক পরে একটি রেল ক্রসিং ভেঙে রাস্তা থেকে রেললাইনে নেমে গাড়ি চালাতে থাকেন। অবশ্য কিছুদূর যাওয়ার পর গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যান তিনি।

পুলিশ ওই গাড়িচোরের খোঁজে তল্লাশি শুরু করেছে। ওই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই জনপ্রিয় কম্পিউটার গেম গ্রান্ড থেফট অটোর (জিটিএ) কথা মনে করে ওই ভিডিও জিটিএ হ্যাশট্যাগে শেয়ার করছেন।

Continue Reading

বিচিত্র সংবাদ

বিয়ের পাত্রী খুঁজে না পেয়ে থানায় অভিযোগ

Avatar photo

Published

on

বিয়ে করতে গেলে উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া খুবই মুশকিল। হয় পাত্রীর উপযুক্ত পাত্র পাওয়া যায় না, না হয় পাত্রের উপযুক্ত পাত্রী পাওয়া যায় না এমনটা তো অনেক শুনেছেন। তবে বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে পুলিশের কাছে অভিযোগ করতে শুনেছেন কি? কি শুনে অবাক হলেন নিশ্চয়? অবাক হওয়ারই কথা। তেমনটা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে।

জানা যায়, ভারতের উত্তরপ্রদেশে পুলিশের কাছে পাত্রী খুঁজে দেয়ার আবেদন জানিয়েছেন ২৬ বছর বয়সী এক যুবক। নাম তার আজিম। গত পাঁচ বছর ধরেই পরিবারের লোকজন আজিমের বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, কিন্তু তাতে সাফল্য মেলেনি। তাই এবার নিজেই থানায় হাজির হয়েছেন। তার দাবি, তার জন্য উপযুক্ত পাত্রী খোঁজার দায়িত্ব নিতে হবে পুলিশকেই!

আজিম জানান, তিনি বেকার নয়। রাজ্যের শামলি জেলার কাইরানা শহরে প্রসাধনীর দোকান আছে তার। কিন্তু তারপরও পাত্রী মিলছে না। আজিমের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার দৈহিক উচ্চতা। আজিম মাত্র ২ ফুট লম্বা। আর এই লম্বার কারণেই বিয়ের পাত্রী পাচ্ছেন না বলে দাবি তার পরিবারের। জানা গেছে, ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট আজিম। বহুদিন ধরেই পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। কিন্তু পাত্রী পাচ্ছেন না। আর এই কারণে আজিমের বিয়েও হয় না।

উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা সৎপাল সিং জানান, ওই যুবক আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন পাত্রী খুঁজে দেয়ার জন্য। জানি না আমরা এক্ষেত্রে কী করতে পারি? কোনো যুগলের মধ্যে সমস্যা হলে তা মেটাতে সাহায্য করতে পারি আমরা। তবে কাউকে বিয়ের পাত্রী খুঁজে দেয়া আমাদের কাজ নয়।

Continue Reading