রংপুরে নিখোঁজ পলিটেকনিক ছাত্র সাদুল্যাপুরে উদ্ধার
নিখোঁজের তিন দিন পর ইউনাইটেড পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থী পারভেজ সরকারকে র্যাব ও পুলিশের সহযোগিতায় গাইবান্ধার সাদুল্যাপুর থেকে উদ্ধার হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল রংপুর মহানগরীর আশরতপুর মডার্ন এলাকার মজিবর রহমানের পুত্র রংপুর ইউনাইটেড পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থী পারভেজ সরকার তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আর বাড়িতে ফেরেনি। বিষয়টি জানিয়ে পরের দিন কোতয়ালী থানায় একটি জিডি ও র্যাব-১৩ কে জানানো হয়। ৭ এপ্রিল পারভেজের বোনের মোবাইল ফোনে কল করে বিকাশে টাকা পাঠানে ছেড়ে দেয়ার কথা বলা হয়। বিষয়টি পুলিশকে জানালে র্যাব ও পুলিশ যৌথ তৎপরতা চালালে অপহরণকারীরা পারভেজকে সাদুল্যাপুরে ছেড়ে দিয়ে চলে যায়। পরে সেখান থেকে তাকে পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় পারভেজের বাবা মজিবর রহমান র্যাব ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।