রংপুর মেডিকেল কলেজের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
রংপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুর মেডিকেল কলেজের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে । দিনটি উপলক্ষ্যে বুধবার (১৮ মার্চ) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন। এরপর কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। এরপর কলেজের প্রশাসনিক ভবনের সামনে ৪৫টি কেক কাটা হয়। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদযাপন কমিটির আহ্বায়ক আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উদ্যাপন কমিটির সদস্য সচিব নুর-উন- নবী লাইজু, সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, আজিজুল ইসলাম, নোয়াজেস ফরিদ পাশা, অধ্যাপক নুরুল ইসলাম ও মামুনুল ইসলাম প্রমুখ।