রামপুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
রাজধানীর রামপুরায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন। র্যাব বলছে, আনুমানিক আটাশ থেকে ত্রিশ বছর বয়সী ওই দুই যুবক ‘দুষ্কৃতকারী’। তাদের ব্যবহৃত গাড়ি থেকে অস্ত্র ছাড়াও গোয়েন্দা পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি ও হাতকড়া পাওয়া গেছে।
র্যাব-৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, গত কাল ভোর রাত পৌনে ৩টার দিকে রামপুরায় র্যাবের একটি চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। “তখন ওই গাড়ি থেকে তিন যুবক নেমে র্যাব সদস্যদের দিকে গুলি ছুড়তে শুরু করে। এই পরিস্থিতিতে র্যাবও পাল্টা গুলি চালায়।” পরে গুলিতে আহত দু’জনকে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে সাইফুল আমিন জানান। তিনি বলেন, গোলাগুলির সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ছয়টি গুলি এবং গাড়ি থেকে একটি পিস্তল, গোয়েন্দা পুলিশের দু’টি জ্যাকেট, একটি ওয়াকিটকি ও একটি হাতকড়া উদ্ধার করা হয়। নিহত দু’জন গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব। এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন বলে সাইফুল আমিন জানান।