Connecting You with the Truth

রূপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা: নারায়নগঞ্জের রূপগঞ্জে শিমুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পাড় এলাকায় ঘটে এ ঘটনা। নিহত শিমুল ওই এলাকার রুপ চাঁন সরকারের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আয়েশা বেগম জানান, দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় মাঝিনা নদীর পাড় এলাকার খালে বর্ষার পানিতে গোসল করতে ছিলো শিশু শিমুল। এসময় হঠাৎ করে শিমুল পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন শিমুল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

Comments
Loading...