রোদেলা হত্যাকারীদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
আহম্মদ ফিরোজ , ফরিদপুর সংবাদদাতাঃ
ফরিদপুরে সারদা সুন্দরী মহিলা কলেজের ইংরেজিতে অনার্সের ১ম বর্ষের মেধাবী ছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান ও ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তারা।
ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে বৃহস্পতিবার সকালে প্রায় ১ ঘন্টাব্যাপী মানববন্ধন করে নিহত রোদেলার সহপাঠী ও কলেজ শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে রোদেলাকে হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি করা হয়। একই দাবিতে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ থেকে মিছিল সহকারে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রোদেলার লাশ উদ্ধার করা হয়। নিহত রোদেলা আলিপুর খাবাড়ি মহল্লার মালয়েশিয়া প্রবাসী জনৈক শওকত হোসেন খানের মেয়ে। ফরিদপুরের যৌতুকের দাবিতে স্বামীর পরিবার রোদেলাকে হত্যা করেছে বলে ঘটনার পর থেকেই অভিযোগ করা হচ্ছে।