লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় নির্মান শ্রমিককে কুপিয়ে জখম
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়া বিপ্লব নামে এক শ্রমিককে কুপিয়ে জখম করেছে দুবৃর্ওরা। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদও উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের ভাঙ্গাখাঁ গ্রামের মেস্তুরী বাড়ীতে এঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন বিপ্লব জানান, আমার বড় ভাই মোশারফ হোসেন(আরজু) এলাকাতে রাজ মেস্তুরী কাজ করে আসছে। আমি ও ভাইর সঙ্গে কাজ করি এবং সাইটের কাজ গুলো দেখা শুনা করি একই এলাকার হানিফের ছেলে মোরশেদ ও তার সহযোগীরা কয়েক দিন যাবাৎ আরজু ভাইর কাছে চাঁদা দাবি করে আসছে।
চাঁদা না দেওয়া গতকাল শনিবার সকালে মোরশেদ ও তার লোকজন আরজু ভাইকে মানধর করে এর রেশ না কাটটে আজ রবিবার সকালে কাজের সাইটে এসে ভাইকে না পেয়ে আমাকে মারধর করে এক পর্যায়ে আমার মাথা ও হাতে কুপিয়ে জখম করে তারা
এদিকে রাজমেস্তুরী আরজু বলে আমরা কাজকর্ম করে খাই। সন্ত্রাসীদের কেনো চাঁদা দিবো । গতকাল তারা আমাকে মারধর করে আজ আবার ছোট ভাইকে তারা কুপিয়ে ঝখম করে।আমরা এসকল সন্ত্রাসীদের বিচার চাই প্রশাসনের কাছে। এসময় তিনি আরো বলেন দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি