লাদেনের সন্ধানদাতা পাক চিকিৎসকের আইনজীবী খুন
আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে সহায়তাকারী পাকিস্তানি ডাক্তার শাকিল আফ্রিদির সাবেক আইনজীবী সলিমুল্লাহ খান অজ্ঞাত একদল বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) পেশোয়ারে ওই আইনজীবীকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ। ২০১২ সালের মে মাসে ডাক্তার শাকিলের বিরুদ্ধে জঙ্গি সদস্যদের অর্থ ও চিকিৎসা দিয়ে সহায়তা করার অপরাধে ‘রাষ্ট্রদ্রোহী’ অভিযোগ আনা হয়। এ মামলায় তার আইনজীবী হিসেবে ছিলেন সলিমুল্লাহ খান। কিন্তু কয়েক মাস আগে ডাক্তার শাকিলের পক্ষে আর মামলা না লড়ার ঘোষণা দেন তিনি। এরপর জঙ্গিদের হুমকির প্রেক্ষিতে গত বছরের নভেম্বরে পাকিস্তান ছেড়ে চলে যান সলিমুল্লাহ। সম্প্রতি তিনি দেশে ফিরেছিলেন। এ হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামা’আত-উল-আহরার। টেলিফোনে সংগঠনটির মুখপাত্র আহসানুল্লাহ আহসান বলেন, শাকিল আফ্রিদি শেখ ওসামা বিন লাদেনের হত্যাকারীদের সহায়তা করেছিল। শত্র“দের জানা থাকা উচিত, আমাদের প্রতিটা ভাইয়ের প্রতিটা হত্যাকারীকেই আমরা হত্যা করব। সিআইএ এর হয়ে লাদেনকে খুঁজে পাওয়ার অংশ হিসাবে ডাক্তার আফ্রিদি অ্যাবোটাবাদে একটি টিকাদান কর্মসূচি পরিচালনা করেছিলেন। এ সময় তিনি ডিএনএ স্যাম্পল সংগ্রহ করতেন। তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী।