শৈলকুপায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
শৈলকুপা সংবাদদাতা. ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদে ডুবে শীলা রানী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্য হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরপাড়ায় কুমার নদে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শীলা রানী নগরপাড়া গ্রামের দেবদাস কুমারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃদ্ধা শীলা রানী সকালে বাড়ীর পাশের কুমার নদে গোসল করতে যায়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীতে গিয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে নদীর মধ্যে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর