সব ধর্মের পাশে থাকবে ফ্রান্স: ওঁলাদ
গত দুই সপ্তাহে ফ্রান্সের ওপর দিয়ে একপ্রকার ঝড় বয়ে গেছে। ধারাবাহিক হামলায় পুরো ফ্রান্স জুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। হামলার জন্য ইসলামী মৌলবাদের বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বৃহস্পতিবার সার্বিক বিষয়ে কথা বলেছেন। মুসলমানরা মৌলবাদের প্রধান শিকার এ কথা উল্লেখ করে ওঁলাদ বলেন, ফ্রান্স সবসময় সব ধর্মের পাশে থাকবে। প্যারিসে ১৮টি মুসলিম দেশের সংগঠন আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটে বক্তৃতাকালে ওঁলাদ বলেন, গণতন্ত্রের সঙ্গে যায় এমন একটি যুতসই ধর্ম হচ্ছে ইসলাম। তিনি প্যারিসে সন্ত্রাসী হামলায় ফ্রান্সের পাশে থাকার জন্য আরব দেশগুলোকে ধন্যবাদ জানান। গত সপ্তাহে প্যারিসে সাপ্তাহিক ব্যঙ্গাত্মক দৈনিক শার্লি এবদো এবং পুলিশের ওপর হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হন। প্রেসিডেন্ট বলেন, অন্যান্য নাগরিকদের মতো ফ্রান্সের মুসলিমদেরও সমান অধিকার রয়েছে। আমরা সেগুলো রক্ষা করে যাব। তিনি বলেন, গির্জা, মসজিদ, সিনাগগ যেখানেই সন্ত্রাসী হামলা হোক, প্রতিহত করা হবে।