Connecting You with the Truth

সাতক্ষীরায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার


সাতক্ষীরা সদর প্রতিনিধি:
 সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় মহাসড়কের পার্শ্বে একটি পাটক্ষেত হতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলিতা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার যুগীপুকুর গ্রামে চাষীরা মাঠে যাওয়ার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পার্শ্বে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে-দুর্বত্তরা লাশটি দুই-তিন দিন আগে এখানে ফেলে রেখে গিয়েছে। উক্ত অজ্ঞাত ব্যক্তিকে অন্য কোন এলাকা হতে হত্যা করে এখানে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। লাশটি অর্ধগলিত হওয়ায় সকাল থেকে পুলিশ ও স্থানীয় জনগন কেউ লাশটি সনাক্ত করতে পারেনি। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম সাহেবের নিকট জানতে চাইলে তিনি বলেন, একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর হত্যা সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Comments
Loading...