সেদ্ধ ডিমের খোসা ছাড়ান নিঁখুত ভাবে
লাইফস্টাইল ডেস্ক: আপনি ছেলে নাকি মেয়ে? যদি আপনি মেয়ে হন, তাহলে তো ঘরের কাজ আপনাকে করতেই হয়। সেক্ষেত্র রান্নাবান্না তো করেনই। কিন্তু এখনও সেদ্ধ ডিম ছাড়াতে আপনার হয়তো কষ্ট হয়। ছাড়িয়ে তো ঠিক ফেলেন। কিন্তু অন্যদের ছাড়ানো ডিমের পাশে রাখলে আপনারটা মোটেই তেমন ভালো হয় না। কি তাই তো?
আর যদি আপনি ছেলে হন, হয়তো খুব একটা রান্নাবান্না করতে হয় না আপনাকে। কিন্তু একটা আধটা ডিম সেদ্ধ তো খেতে ইচ্ছেই করে কখনও কখনও। আর এটুকুর জন্য কেন কারও মুখাপেক্ষী হয়ে থাকবেন শুধুমুধু আপনি! তাই নিচের ভিডিওটা মন দিয়ে দেখুন। একেবারে অল্প সময়ের ভিডিও। দেখুন কী সুন্দর আপনি শিখে যাবেন সেদ্ধ ডিম কীভাবে ছাড়াতে হয়।